Thursday 26 July 2012

জীবন সংগ্রাম



জীবন সংগ্রাম
স্বপ্নগুলো ভেঙ্গে গেল কাঁচের মতো,
মনটা হয়েগেল শূন্য
সাজানো জীবন থেকে,
সরে গেলাম তাই দূরে,
তাছাড়া আর কিইবা করার আছে ?

চারপাশের সব কিছু আজ হয়েগেছে জবড়,
ভাল মানুষের কেউ আর রাখেনা খবর,
কেউ আর তার করেনা প্রশংসা
আমি আর ব্যতিক্রম থেকে কি লাভ ?
পানিতে ভেজানো রঙের মতো তাই,
মিশে যাচ্ছি ধীরে ধীরে,
সেই পরিবেশের সাথে
আমিও হয়ে যাচ্ছি তাদের মতো

তবুও বিবেক ছাড়েনি আমার পিছু,
বারে বারে সে ফিরিয়ে দিচ্ছে আমায়
হাঁটছি তাই একবার সামনে
আরেকবার পিছু,
জানি না আর কতক্ষণ
আমায় ধরে রাখবে বিবেক,
আমি আর কতক্ষণ পারব,
জীবনের সাথে লড়তে
জানি না আর কতক্ষণ পারব
সৎ ভাবে বেঁচে থাকতে,
কতক্ষণ পারব আশায় আশায়
পথ চেয়ে থাকতে,
কতক্ষণ আর পারব আমি
জীবন সংগ্রামে টিকে থাকতে।

No comments:

Post a Comment