Thursday 26 July 2012

আমার বড় মা


আমার বড় মা 


 আজ এই অলস সময়ে
বেশী পড়ছে মনে বড়মাকে,
আমাদের ছেড়ে চলে গেলেন যিনি
বহু দূরে ঐ নীল আকাশে আচ্ছাদিত
তার আপন কুঠিরে।

 যার কাছ থেকে শেখার
 ছিল না কোন শেষ,
যিনি নিঃস্বার্থভাবে মানুষকে
শুধু দিয়েই গেলেন
 চাননি কখনো কিছু বিনিময়ে।



 যাবার বেলায় শুধু চলে গেলেন নীরবে
রেখে শুধু তার স্মৃতি,
আর আমাদের দিয়ে গেলেন
দুই চক্ষু ভরা নোনা অশ্রু।

মাঝে মাঝে আজ নিজেকেই নিজের
হয় না একদম বিশ্বাস,
 মনে হয় আমি যেন গভীর ঘুমে
দুঃস্বপ্নে রয়েছি পড়ে;
আমার বড় মা যেন রয়েছে
তারই আবয়বে।

তাই মাঝে মাঝে আজ গায়ে
চিমটি কেটে দেখি,
আমি কি গভীর স্বপ্নে
নাকি জীবনের কঠিন বাস্তবতায়
হারিয়ে হুঁশ রয়েছি পড়ে।
  
উৎসর্গঃ আমার বড় মা'কে যিনি আজ নেই আমাদের মাঝে।

No comments:

Post a Comment