মুক্ত মন
মুক্ত মন
বাঁধাহীন মুক্ত মন
তারে যায় না ধরে
রাখা,
অনেক কিছু আনতে চাই
না মনে
তবু সে শুনে না আমার
কথা।
অনেক কিছু
ঘটে যায় জীবনে
থেকে যায়
কিছু না বলা কথা-
অনেক কিছু
পেয়েও জীবনে
কিছুই যেন হয়
না পাওয়া,
তবুও আশায়
আশায়
বুক পেতে রই,
কখন হবে
পাওয়া ?
আর বাড়তে থাকে মনে গভীর
উঠকণ্ঠা।
সময় বয়ে যায়
ধীরে ধীরে
ফিরে ফিরে
আসে মনে
নতুন নতুন
আশা
যাকে ঘিরে
মানুষের বেচে থাকা;
তবু থেকে যায়
কিছু অতীতের স্মৃতি
আর জীবনের
কিছু না বলা কথা,
ক্ষণে ক্ষণে
যা পড়ে মনে
দিয়ে যায় কিছু
ব্যথা।
No comments:
Post a Comment